রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিস্ফোরিত ভবন ঝুঁকিতে, উদ্ধারকাজ আপাতত স্থগিত

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় আধাঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকাজ স্থগিত আছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, কলাম ধসে পড়ায় বেইসমেন্টে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

ওই ভবন থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকি ১২ জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়।

এখনো ভবনের মধ্যে মানুষ আটকে আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ