শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতিতে আসতে চান না সোনাক্ষী!

সোনাক্ষী সিনহা

বাবা-মা-ভাই এক পরিবারে তিন জনই রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কি ভবিষ্যতে সোনাক্ষীর অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার সম্ভবনা রয়েছে?

বাবা শত্রুঘ্ন সিনহা অভিনেতা, বর্তমানে লোকসভার সাংসদ। এ বছরও তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। অভিনেতার তিন সন্তান। মেয়ে সোনাক্ষী সিনহা অভিনেত্রী। যমজ দুই ছেলের মধ্যে একজন বাবার মতো রাজনীতিতে পা রেখেছেন। অভিনেত্রীর মা পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। একই পরিবারের তিন জনেই রাজনীতিতে। তবে কি ভবিষ্যতে সোনাক্ষীর অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে? সোনাক্ষীর সাফ কথা, তিনি বাবার মতো নন। ‘খামতি’ রয়েছে তাঁর।

কার্তিক পর্ব অতীত, এ বার কোন প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে গেলেন সারা আলি খান?
এমনিতেই তারকার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। তাতে অবশ্য প্রতিনিয়ত তাঁদের বাবা বা মা’কে স্বজনপোষণের বিতর্ক তাড়া করে। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় এমন নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাই রাজনীতিতের তাঁর অভিষেক হবে কি না সেই প্রসঙ্গে অভিনেত্রী খানিক মজার ছলেই বলেন, ‘‘এ বার তো তবে বলবেন, এখানেও স্বজনপোষণ করে।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ‘দিল্লিবাড়ির লড়াই’ -এর পাতায়।

তবে সোনাক্ষী জানান, তাঁর বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর সোনাক্ষী সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন।

অভিনেত্রীর কথায়, ‘‘রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা আমার মধ্যে নেই।’’ অভিনেত্রীর ধারণা রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা একেবারে ভিন্ন, তাঁর ভাবনাচিন্তার থেকে। পরিশেষে সোনাক্ষী বলেন, ‘‘ কেনও কিছু করতে গেলে ‘বুড়ি ছোঁওয়ার’ মতো করে লাভ নেই।’ আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ