সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈঠকে করলেন নতুন ও বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব

সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বৈঠকে বসেছেন।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ রাষ্ট্রপতির আদেশক্রমে মাহবুব হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলে।

কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন মাহবুব হোসেন। সরকারি চাকরির স্বাভাবিক মেয়াদ শেষে কবির বিন আনোয়ার আজ থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। এর ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে বেসামরিক প্রশাসনের এই শীর্ষ পদে নতুন নিয়োগ হলো।

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার গত ১০ ডিসেম্বর এই পদে নিয়োগ পেয়েছিলেন। তবে যোগ দেন আরও কয়েক দিন পর। তিনি সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। খন্দকার আনোয়ারুল অবসরোত্তর ছুটিতে গেছেন ১৫ ডিসেম্বর থেকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ