মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৯ জন। সংক্রমণ কমেছে ১ দশমিক ১৮ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল ১ দশমিক ৮২ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮২৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭ জন। শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৮ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ