বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

A landscape view seen in the Balukhali camp in Cox's Bazar Bangladesh on March 07, 2019. (Photo by Kazi Salahuddin Razu/NurPhoto via Getty Images)

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প-১৮/ইস্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের ব্লক ৮-এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম বলেন, সোমবার সকালে তার ভাই বাড়ির পাশে বসেছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ