কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি এবং মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।
শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এই সময় তার প্রার্থিতা সমর্থন করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার বলেন, কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার মানুষ আওয়ামী দুঃশাসন চলাকালে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতির পরিবারের সীমাহীন দুর্নীতি, অত্যাচার ও স্বজনপ্রীতির কারণে হাওরের মানুষ দলিত, পিষ্ট এবং নজিরবিহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে।
তিনি আরো বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এর সুফল ভোগ করতে পারছেনা হাওর এলাকার মানুষ। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপির নেতৃত্বে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হলেও হাওর এলাকার রাজনীতিতে অনেকটাই অনুপস্থিত। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পদক্ষেপ ও নেতাদের নিস্ক্রীয়তার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে দলের ঐতিহ্য ও গৌরবকে সমুন্নত রেখে হাওরে নতুন জাগরণ সৃষ্টি করতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ত্যাগী ও বলিষ্ট নেতৃত্বের অধিকারী হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদারকে সমর্থন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর, ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফ খান, মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম শ্যামল, দিদারুল আলম দিদার ও পারভেজ আহমেদ বুলবুল, সাবেক সহ-সভাপতি সোহরাব ভুঁইয়া ও হারুনুর রশীদ, মিঠামইন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, মিঠামইন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক, মিঠামইন উপজেলা জাসাসের সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন, মিঠামইন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুঁইয়া, মিঠামইন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাদিউল ইসলামসহ আরো অনেকেই।