শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় আন্ধারমানিক নদী দখল ও দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল ও দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী’র আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ কর্মী ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু।

এসময় বক্তারা আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল ও দূষণ মুক্ত করা, কলাপাড়া উপজেলার জিন খাল সহ চিংগরিয়া খাল বন্দোবস্ত বাতিল সহ পরিস্কারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ