শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তা এলাকা থেকে ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বুধবার বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের একে স্কুল চৌরাস্তা এলাকায় স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা মহাসড়কের জায়গা দখল করে ৪৫ টি অবৈধ স্থাপনা নির্মাণ করে। এতে মহাসড়কের যান চলাচল বিঘœ সৃষ্টি হচ্ছিল। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ওই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, স্থানীয় প্রভাবশালীরা প্রভাবখাটিয়ে মহাসড়কের পাশে বেশ কিছু জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। ওই স্থাপনাগুলো উপজেলা নির্বাহী অফিসার উচ্ছেদ করে দিয়েছেন। তারা আরো বলেন, একই সঙ্গে মহাসড়কের পাশে সাপ্তাহিক হাটও উচ্ছেদ করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মহাসড়কের ১০ মিটারের মধ্যে নির্মাণ করা ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ১৫ টি ঘর ও ৩০ টি আংশিক ঘর ছিল

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ