বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ২০২৫ সালের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে সেটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবি। ফ্যাসিজম বিদায় হয়ে গেছে, ইতিহাস বলে ফ্যাসিজম ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না। এ দেশেও সেটা হবে না। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়েত ইসলামের ওপর একটা অপবাদ আছে, আমরা ক্ষমতায় এলে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হবে, জুলুম হবে। এইটা একটি মিথ্যা প্রচারণা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। চৌদ্দগ্রামের হিন্দুরাই এইটা সাক্ষী দেবে। আমি যখন এমপি ছিলাম, তখন তাদের ওপর কোনো জুলুম হয়েছে কিনা? চৌদ্দগ্রাম বাজারে একটি মন্দির ছিল, যা আওয়ামী লীগ দখল করে রেখেছিল। আমি নিজে দাঁড়িয়ে মন্দিরকে রক্ষা করে চারদিকে দেয়াল করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। এ বিষয়টি এখানকার হিন্দুদের একজন সভাপতি ভারতের একটি মিডিয়াতে তুলে ধরেছেন। আমরা কারোর ওপরে কোনো কিছু চাপিয়ে দেব না। প্রত্যেকে তাদের নিজ গণতান্ত্রিক অধিকার নিয়ে এদেশে বসবাস করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘নারীর অধিকার ও সংখ্যালঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরি করছে। আমরা সংখ্যালঘুদের পাশে সব সময় কাজ করছি। আমরা কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেব না। প্রত্যকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খাঁন, মাওলানা আবুল হাসানাত মু আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে যুব সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ