শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: আইএসপিআর।

চার দিনব্যাপী ‘২য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার (২২ ডিসেম্বর) আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭৮০ জন গলফার অংশগ্রহণ করবেন বলে আশা করা যায়।

আগামী ৩১ ডিসেম্বর এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজফ্ল্যাশ/এসএ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ