মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হালকা শীতের আমেজে ঠান্ডায় কি প্রেমে পড়তে ইচ্ছা করছে স্বস্তিকার?

নতুন প্রেমের ইঙ্গিত দিলেন স্বস্তিকা? ছবি: সংগৃহীত।

অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ়ে একেবারে অন্য ভাবে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে। সিরিজ়, ধারাবাহিক, সিনেমার ব্যস্ততার ফাঁকে প্রেম প্রসঙ্গে কী বললেন নায়িকা?

এক দিকে ধারাবাহিকের কাজ চলছে। তার মধ্যেই ওয়েব সিরিজ় এবং বড়পর্দার কাজ চলছে জোরকদমে। অভিনেত্রী স্বস্তিকা দত্ত এখন বেজায় ব্যস্ত। কিছু দিনের মধ্যেই সম্প্রচার শুরু হবে ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’ সিরিজ়ের। গৌরব চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত আর স্বস্তিকাকে এক ফ্রেমে দেখবে দর্শক।

অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালিত এই ওয়েব সিরিজ়ে একেবারে অন্য ভাবে দেখা যাবে তাঁকে। সিরিজ়ের নামের সঙ্গে মিল রেখেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় রাতবিরেতে নায়িকা কাকে খুঁজবেন? সম্প্রতি, তাঁর কাজের ব্যস্ততা এতটাই বেড়েছে যে, তিনি নিজের জন্য সময়ই পাচ্ছেন না। স্বস্তিকা বলেন, “ঘুম খুঁজব। একসময়ে এত খুঁজেছি। আর খুঁজতে চাই না।” কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, অনিয়মিত জীবনযাপন মোটেই পছন্দ নয় তাঁর। তাই পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাওয়া-দাওয়া করাই তাঁর মূল লক্ষ্য। কারণ, তাতেই শরীর সুস্থ থাকবে। আর শরীর ঠিক থাকলে কাজও হবে ঠিকমতো।

এই নতুন সিরিজ়ের নাম শুনেই বোঝা যাচ্ছে, একটু প্রেমের ছোঁয়া থাকবেই। আর স্বস্তিকার জীবনে কি নতুন প্রেম এল? হালকা শীতে কি প্রেম করতে ইচ্ছা করছে নায়িকার? স্বস্তিকার উত্তর, খুব প্রেম করতে ইচ্ছা করছে। কিন্তু আর নয়। কারণ, তা হলে কাজে মন বসবে না।” এই ওয়েব সিরিজ়েও সম্পর্কের গল্পই দেখবে দর্শক।

স্বস্তিকা জানিয়েছেন, ভাল চরিত্রের উপর তাঁর খুবই লোভ। গৌরব এবং অনিন্দ্যের সঙ্গে কাজ করার তাঁর অনেক দিনের শখ। তাই এই গল্পে কাজ করে তিনি খুবই খুশি। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ হিসাবে যেমন দর্শক তাঁকে পছন্দ করছে, এই ওয়েব সিরিজ়েও তাঁর অভিনয় দর্শকের ভাল লাগুক, এটাই স্বস্তিকার প্রার্থনা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ