সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হামলাকারীরা ছাড় পাবে না জাতির উদ্দেশ্যে ভাষণে পুতিন

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলের হামলার পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেখানে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ”আমাদের শত্রুরা আমাদের বিভক্ত করতে চায়। যারাই এই হামলার সাথে জড়িত তারা ছাড় পাবে না।”

হামলায় নিহতদের স্মরণে আগামীকাল রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট।

ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, লাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলশ্রুতিতে ওইদিকে নিরাপত্তা জোরদার করা হয়।”

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল।

রুশ প্রেসিডেন্ট বলেন, ”এ হামলার সঙ্গে জড়িত ছিল চার বন্দুকধারী। সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।”

ভয়াবহ এ হামলাকে ‘বর্বর ও সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন মি. পুতিন।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর যেসব সদস্যরা ঘটনাস্থলে ছুটে যাওয়া ও যারা আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ