সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন

স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পারিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, জাওয়াদের বাবা ডাঃ মোঃ আমান উল্লাহ, মা নিলুফার আক্তার, স্ত্রী রিফাত অন্তরা, মেয়ে আয়েজা এবং ছেলে আয়াজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এবং তাঁর সাথে কিছু সময় কাটান।

সাক্ষাৎকালে জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে প্রধানমন্ত্রী তাকে সান্তনা দেন।

প্রধানমন্ত্রী তাদের খোঁজ নেন এবং জাওয়াদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কয়েকদিন আগে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে জাওয়াদ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ