শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেম্স ফুটবল ফেস্ট- ২০২৪ এর উদ্বোধন

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) কর্তৃক আয়োজিত সেম্স ফুটবল ফেস্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিএএফ সেমস এর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ০৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩টি বিভাগে (জুনিয়র বালক, সিনিয়র বালক ও সিনিয়র বালিকা) ঢাকার মোট ১১টি স্কুলের ২০টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।

বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি বেলুন এবং ফেস্টুন উত্তোলনের মাধ্যমে জমকালো সেম্স ফুটবল ফেস্ট-২০২৪ এর উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে বিএএফ সেমস এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল এর জুনিয়র বালক দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে বিএএফ সেমস ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল ০-০ গোলে ড্র করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ১০ মার্চ ২০২৪ তারিখে উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ