রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় হাইকমিশনারকে তলব

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তলব করা হয়েছে।

আজ রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তলব করা হয়।

এর আগে একই দিন সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে দু’একদিনের মধ্যে ডাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় বিএসএফের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দু’একদিনের মধ্যেই ভারতের হাইকমিশনারকে ডাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতোমধ্যে লালমনিরহাটের দহগ্রামসহ সীমান্তের পাঁচ স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে। আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। ওইসব চুক্তি পূর্ণবিবেচনা করার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ