সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীমান্ত ঘেঁষা ভারতীয় রাজ্যগুলো মাতাবেন শাকিব-ইধিকা

ফাইল ফটো।

দেশের সীমান্ত ঘেঁষা ভারতীয় রাজ্যগুলোতে শাকিব খানের বেশ জনপ্রিয়তা রয়েছে। সে কারণে গেল কয়েক বছরে সেখানকার কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। মঞ্চ মাতিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার। সেই ধারাবাহিকতায় এবার আসামে যাচ্ছেন শাকিব খান। পাঁচ বছর আগেও রাজ্যটিতে গিয়েছিলেন তিনি। মঞ্চ মাতানো সেসব অনুষ্ঠানের ভিডিও এখনো সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আসামের অনুরাগীদের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন কিং খান।

জানা গেছে, আগামী ২৮ ও ২৯শে ডিসেম্বর পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন তিনি। শাকিব খানের সঙ্গে এ অনুষ্ঠানে অংশ নেবেন ইধিকা পাল। এই শীর্ষ নায়কের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

শাকিব এখন বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আরও কয়েকটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেগুলো পর্যাক্রমে শুটিং শেষে মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ