সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেট জেলা সমিতি পুনর্গঠন

দীর্ঘ প্রায় দেড় যুগ যাবৎ নিষ্ক্রিয় ‘সিলেট জেলা সমিতি, ঢাকা’ পুনর্গঠনের লক্ষ্যে বিগত গত ১৫, ২২ ও ২৮ অক্টোবর ঢাকায় বসবাসরত সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমন্বয়ে ঢাকা নগরীর বিভিন্ন ভেন্যুতে একাধীক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৫ ডিসেম্বর উত্তরায় সর্বশেষ সভাটি হয়।

এই সভার সিদ্ধান্তের আলোকে নিম্নোক্ত উপদেষ্টা কমিটি এবং সর্বস্তরের প্রতিনিধি তথা সরকারি বেসরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবক, আইনজীবী, ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষাবিদ, সাংবাদিক, ক্রিড়াবিদ প্রমুখ সমন্বয়ে ৩৪ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হল। এডহক কমিটি যথারীতি ইজিএম- এর মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে। এডহক কমিটি প্রয়োজনে আরো ৫জন সদস্য কোঅপট করতে পারবে।

উপদেষ্টা কমিটি(জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):

১. রাশেদা কে চৌধুরী
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
২. ড. এ কে আব্দুল মুবিন
সাবেক সচিব
৩. মোহাম্মদ ছহুল হোসাইন
সাবেক নির্বাচন কমিশনার।
৪. সোহেল আহমদ চৌধুরী
সাবেক সচিব।
৫. সি এম কয়েস সামি
সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন।
৬. নাসির এ চৌধুরী
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক।
৭. বিচারপতি ড. আবু তারিক
৮. মেজর জেনা:(অব:) ইমাম উজ জামান, বীরবিক্রম।
৯. এম এ জলিল
চেয়ারম্যান, বিইআরসি।
১০. আহমদ আল কবির
চেয়ারম্যান, আল কবির ইউনিভার্সিটি।
১১. মো: আব্দুশ শাকুর
বিশিষ্ট ব্যবসায়ী।

এডহক কমিটি:
১. সভাপতি: এ এম বদরুদ্দোজা
সাবেক সচিব।
২. সহ-সভাপতি(১): মোঃ এহছানে এলাহী
সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
৩. সহ-সভাপতি(২): আব্দুল কাইয়ুম চৌধুরী
সমাজসেবক ও রাজনীতিবিদ।
৪. সহ-সভাপতি(৩): ডাঃ মামুন আল মাহতাব
অধ্যাপক, বিএসএমএমইউ।
৫. সদস্য সচিব: ইন্জি: মোঃ মহিব উদ্দিন
সাবেক ডিজিএম, তিতাস গ্যাস।
৬. যুগ্ম সদস্য সচিব(১): সফিউল আলম বাবুল
সাবেক ডিজিএম
হাউজ বি: ফা:।
৭. দপ্তর সম্পাদক(২): ইন্তেসার আহমেদ চৌধুরী
বিশিষ্ট ব্যবসায়ী।
৮. ট্রেজারার: মোঃ দেলওয়ার হোসেন
চাকুরীজীবী ও সমাজসেবক।

সদস্যবৃন্দ (জ্যেষ্ঠতাভিত্তিক নয়):
৯. মোঃ নাহিদ হোসেন, পিএইচডি
যুগ্ম-সচিব, অর্থ মন্ত্রণালয়।
১০. মোহাম্মদ আহমদ আলী
সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
১১. মোঃ মফিজুল ইসলাম চৌধুরী (বাদল)
বিশিষ্ট ব্যবসায়ী।
১২. এ এফ এম সাইফুদ্দিন (সফিক তফাদার)
সমাজসেবক।
১৩. মোঃ খলিলুর রহমান
যুগ্মসচিব।
১৪. মোহাম্মদ কায়ছার হামিদ
জাতীয় ফুটবলার।
১৫. ড.জিয়াউল ইসলাম মুন্না
সমাজসেবক।
১৬. প্রিন্স বাহার আহমদ চৌধুরী
ব্যবসায়ী।
১৭. জেনিফার ইউসুফ ঝিনু
ব্যংকার ও সমাজসেবক।
১৮. মোঃ মহিউদ্দিন খসরু
ব্যবসায়ী।
১৯. অধ্যাপক রুপা চক্রবর্তী
ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০. মোঃ আব্দুল মালিক
সাবেক পুলিশ কর্মকর্তা।
২১. মোঃ সামছুল ইসলাম
উপসচিব এলজিআরডি মন্ত্রণালয়।
২২. মোঃ এবাদুর রহমান
সাবেক বিমান কর্মকর্তা।
২৩. মোঃ সামিমুর রহমান
সাবেক বিমান কর্মকর্তা।
২৪. মোঃ আব্দুস সালাম
সমাজসেবক ও ব্যবসায়ী।
২৫. সৈয়দ সলমান আল শফিক
সাবেক ইউনিলিভার কর্মকর্তা।
২৬. মোঃ রেশাদ আহমেদ চৌধুরী
সমাজসেবক ও ব্যবসায়ী।
২৭. মোঃ নজরুল ইসলাম
সমাজসেবক ও ব্যবসায়ী।
২৮. এম এ সোবাহান
শিল্পপতি।
২৯. মোঃ জিয়াউর রহমান চৌধুরী
সাংবাদিক ও সমাজসেবক।
৩০. মোঃ আলাউদ্দিন আল আজাদ
সাংবাদিক ও সমাজসেবক।
৩১. আলমগীর হোসাইন খান (ইমন)
সাংবাদিক ও সমাজকর্মী।
৩২. মোছাম্মৎ আয়শা সিদ্দিকা
এডভোকেট, সুপ্রিম কোর্ট।
৩৩. তানিয়া রহমান চৌধুরী
সমাজসেবক
৩৪. এ কে তুহিন
চাকুরীজীবী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ