মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল এ্যাসেম্বলী-২০২৩ এ অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

সফরকালে তিনি কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন (সিজিএ) বাংলাদেশ এর সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) এর জেনারেল এ্যাসেম্বলী-২০২৩ এ যোগদান করেন। এ জেনারেল এ্যাসেম্বলীতে সেনাবাহিনী প্রধান কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) এর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেন।

এছাড়া সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিত ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি এ্যাসেম্বলী ডিসকাশন’ এ অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সাথে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, কমনওয়েলথ গেমস ফেডারেশনের এ্যাসেম্বলীতে অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ১৩ নভেম্বর সিঙ্গাপুর গিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ