রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে বিএনপির প্রার্থীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মিছিল ও পথসভা

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সারিয়াকান্দি উপজেলায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সন্ধায় সারিয়াকান্দি বিএনপির ত্যাগি নেতাকমীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে স্লোগানে তারা বলেন কাজী রফিকের ঠিকানা সারিয়াকান্দিতে হবে না। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নাদিরুজ্জামান খান সাঈদ।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, তিনি বক্তব্যে বলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। কিন্তু দুঃখজনকভাবে বগুড়া-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিক আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত। তিনি বিএনপির বহিষ্কৃত নেতাদের নিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, ৭ই নভেম্বর সোনাতলা উপজেলায় শহিদ সৈকত চত্বরে অনুষ্ঠিত সভায় কাজী রফিক বলেছেন-ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়। এরকম বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া ব্যক্তিকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।

একই দিনে সারিয়াকান্দি কাজলা ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলামের নেতৃত্ত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাজী রফিকের মনোনয়ন বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাকে মনোনয়ন দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, তিনি আওয়ামী দোসর নাসা গ্রুপের সঙ্গে গত ১৭ বছর নিজের সম্রাজ্র গড়ে তুলেছেন, সেটা প্রমান করলেন। কাজী রফিক সারিয়াকান্দি উপজেলার একটি ইউনিয়নের জনসভায় বলেছেন, আওয়ামী লীগের ৩০ পারসেন্টের মধ্যে ১ পারসেন্টেরও কম লোক খারাপ। কাজী রফিকুল ইসলামের বক্তব্য মতে ১ পারসেন্টের কম লোক আওয়ামী লীগে খারাপ থাকলে বগুড়া -১ আসনে এতো মামলা হয় কিভাবে, গত ১৭ বছরে তিনি কয়টি মামলার আসামি আমরা জানতে চায়, এভাবে তিনি দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ১৭ বছর রাজ পথে ছিলাম, বাড়িতে থাকতে পারিনি, বিএনপি আমাদের রক্তের সাথে মিছে আছে।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হক লিটন সরকার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, শ্রমিক নেতা শেখ বুলবুল ইসলাম, মাহবুবুল হক মিলন খলিফা,আসাদুজ্জামান খোকন মাসুদুর রহমান রিপন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ