বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইছামতি নদীর সুশীলগাতী এলাকার শুন্য বর্ডারে স্প্রিড বোর্ডে বিজিবি ও বিএসএফ এর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১২ টায় দিনটি উপলক্ষে দেবহাটা বিজিবি ক্যাম্প কতৃক কালুতলা বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ানের দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল লতিফ। এছাড়া ভারতের পক্ষে ৮৫ বিএসএফ ব্যাটালিয়ানের কালুতলা ক্যাম্পের কমান্ডার এস আই কাওয়াল সিং।

দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জানান, মুসলিম ধর্মের বড় উৎসব ঈদুল ফিতর। দিনটি উপলক্ষে দু-দেশের মধ্যে উৎসবের আয়োজন ছড়িয়ে দিতে এবং বন্ধুত্ব অবস্থান ধরে রাখতে এ আয়োজন। দেশ ও রাষ্ট্রের নিরাপত্তা রাখতে উভয়ের প্রতি আন্তর্জাতিক নিয়ম বজায় রাখার অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ