বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা চলছে: কাদের

ফাইল ফটো।

একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এরপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পেশাজীবী, সংস্কৃতিসেবী থেকে শুরু করে সবার সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে তিনি সবার সঙ্গে মতবিনিময় করবেন।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলা সহিংসতা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকার এরইমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। জাতিসংঘ তদন্তের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আমরাও তাদের স্বাগত জানিয়েছি। কে অপরাধী, কে অপরাধী নয়; প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর।’

কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে দায়িত্বশীলদের খেয়াল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রধান দাবি যেহেতু মানা হয়েছে, সেহেতু শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন, সেটাই আমাদের বিশ্বাস। অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা কেউ চায় না।’

পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা তাদের ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার বিষয়টিও তাদের বিবেচনায় থাকা উচিত। তাদের এ মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উসকানি সৃষ্টির কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল হওয়া উচিত।’

রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার চলমান সংকট থেকে উত্তরণে ধৈর্য ধারণ করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ