সংলাপের জন্য নয়, বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেকেই এটাকে সরকারের কূটকৌশল হিসেবে মনে করেছেন। এই চিঠির সাথে সরকারের কোনো সংযোগ নাই। কূটকৌশল যদি হয়ে থাকে সেটা ইসির, সরকারের নয়।
নির্বাচন কমিশন সবসময় চায় দলীয় চর্চা ও সদিচ্ছার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক। সরকারের আজ্ঞাবহ হয়ে কমিশন কোনো কাজ করে না। বিএনপির মতো রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে পারলে কমিশনের জন্য ভালো বলেও উল্লেখ করেন সিইসি।