মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলেট ঢাকা সফরকালে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বয় এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদার নিয়ে আলোচনা করবেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকা এসে পৌছেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিস জানিয়েছে, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠককালে শোলেট আন্তর্জাতিক ফোরামে ঢাকা-ওয়াশিংটন সহযোগিতা জোরদারের ব্যাপারেও আলোচনা করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাউন্সিলর শোলেট একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মার্কিন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- কাউন্সিলর অব দ্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ক্লিনটন হোয়াইট, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এলিজাবেথ হোর্স্ট ও অ্যাম্বাসেডর এট-লার্জ ফর গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বেথ ভ্যান স্কাক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শোলেট এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করবেন। বুধবার সন্ধ্যায় শোলেট পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।