শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামেন।

হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নির্বাচনী প্রতীক ফুটবল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার হাবিবুর রহমানসহ জেলার তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাবিবুর রহমান প্রথমে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে যান। এ সময় মূল ফটক বন্ধ থাকায় ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন। সেখান থেকেই নিজের নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে প্রচারণা শুরু করেন।

পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান।

হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন দেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরী শায়িত আছেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি প্রচারণা শুরু করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অনেক আগেই বিএনপির রাজনীতি থেকে সরে এসেছেন। ডাক বিভাগের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও দাবি করেন। ৫ আগস্টের পর থেকে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এলাকার মানুষের কল্যাণে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে তিনি নির্বাচনে অংশ নিচেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ