নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আন্তর্জাতিক মানের ‘একুশ শতকের লিডারশিপ’ শীর্ষক কর্মশালা হয়েছে। কর্মশালা হয় মহানগরীর স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেলে।শনিবার (১০ সেপ্টেম্বর) এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম।
গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালামের নির্দেশনায় উচ্চ প্রোফাইল ব্যবস্থাপনা প্রশিক্ষণ সঞ্চালনা করেন ড. কার্তিক এবং নাইজুর রহমান।
শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন কৌশল কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়। কর্মশালায় এশিয়ান গ্রুপের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক প্রশিক্ষকরা।শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে কর্মীদের মধ্যে ফলপ্রসূ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই কর্মশালার মধ্য দিয়ে এশিয়ান গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ বিষয়ে অনেক কিছু শিখতে পেরেছেন বলে আমার বিশ্বাস।