শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থল থেকে শ্রেনী কক্ষে পাঠালেন সচিব

পটুয়াখালীর কলাপাড়ায় রবিবার সকাল ১১টার দিকে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ’ ছাত্র-ছাত্রীকে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম থেকে শ্রেনী কক্ষে পাঠ দান কার্যক্রমে অংশ নিতে পাঠালেন ইসি সচিব মো: জাহাঙ্গীর আলম।

রোববার সকালে জেলা নির্বাচন অফিস আয়োজিত স্মার্ট কার্ড বিতরন অনুষ্ঠানে সচিবকে খুশী করতে অনুষ্ঠানস্থলের গেটে ও দর্শক সারিতে ক্লাশ চলাকালীন সময়ে ছাত্র ছাত্রীদের এনে সমবেত করা হয়। ক্লাশ চলাকালীন সময়ে অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির বিষয়টি সচিবের নজরে এলে অনুষ্ঠান শুরুর পূর্বেই মাইক্রোফোন হাতে নিয়ে আয়োজক কর্তৃপক্ষকে ছাত্র ছাত্রীদের ক্লাশে ফেরত পাঠানোর অনুরোধ জানান সচিব। ইসি সচিবের এমন ঘোষনায় অনুষ্ঠানস্থলের সকলে এ বিষয়টিকে ইতিবাচক ভাবে নিয়ে সচিবের ভূয়শী প্রশংসা করেন।

তবে ক্লাশ চলাকালীন সময়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে কিভাবে এলো জানতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: রহিমের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি সামনা সামনি বলবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ