শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শান্তর ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো রাজশাহী

নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করলো রাজশাহী বিভাগ।

বৃহস্পতিবার লিগের সপ্তম ও শেষ রাউন্ডে রাজশাহী ২৬ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। এই জয়ে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের সপ্তমস্থানে থাকলো রাজশাহী। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে ষষ্ঠস্থানে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা রাজশাহীকে ৩২ বলে ৫২ রানের সূচনা এনে দেন অধিনায়ক শান্ত ও হাবিবুর রহমান সোহান।
১৪ বলে ২৫ রান করে সোহান ফেরার পর সাব্বির হোসেন ও তাওহিদ হৃদয়ের সাথে জুটি গড়ে দলের রান দেড়শ পার করেন শান্ত।

সাব্বির ১৪ বলে ৩০ ও হৃদয় ১৭ বলে ২১ রানে আউট হলেও, টুর্নামেন্টে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। ১৭তম ওভারে আউট হবার আগে ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করেন শান্ত। তার ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে রাজশাহী। সিলেটের খালেদ আহমেদ ৩ উইকেট নেন।

জবাবে ওপেনার জিশান আলমের ঝড়ো হাফ-সেঞ্চুরির পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেটকে। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে সিলেট।

জিশান ২টি চার ও ৫টি ছক্কায় ৩২ বলে ৬০ রান করেন। ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন পিনাক ঘোষ।

সাদুজ্জামান পায়েল ৪ উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেন শান্ত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ