রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লন্ডনে প্রকাশিত হলো ‘আজকের শতাব্দী’ বাংলা ভাষা ও সংস্কৃতির আলোকযাত্রা

গবেষক, সংগঠক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রহমান সম্পাদিত ‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের ড. আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং কাব্যসংকলন ‘বিলেতে কবিতা লিখার আগে’–এর প্রকাশ উপলক্ষে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান ও প্রীতি-সভা ‘পাঠোন্মোচন, লেখক-শুভার্থীর কথা’ শীর্ষক আয়োজিত হয় পূর্ব লন্ডনে এক সুনিবিড় পরিবেশে।
৩ অক্টোবর, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এবং ব্রিটিশ বাংলা প্রগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন এর সহযোগিতায়। পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত পিউর চা-ই ক্যাফের সুশোভিত সভাকক্ষ সেদিন রূপ নেয় এক অনন্য সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলায় ব্রিটিশ-বাংলাদেশি সাহিত্যপ্রেমী, শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন সাংস্কৃতিক আসর।যেখানে মিশে যায় প্রবাসের শিল্পচেতনা, সাহিত্যের স্নিগ্ধতা এবং আপনজনের ভালোবাসা।
ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইর্টার্স এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক মোঃ সাজিদুর রহমান এর সভাপতিত্বে এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী, ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইর্টার্স এসোসিয়েশনের সদস্য সচিব কবি মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুহাম্মদ ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন, ম্যাগাজিনের সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান।

প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক স্পিকার আহবাব হোসেইন,অভিনেতা, লেখক স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, বিশিষ্ট ছড়াকার দিলু নাসের, কবি মাশূক ইবনে আনিস, কবি মজিবুল হক মনি, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল মালিক খোকন, সাংবাদিক সাঈম চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ, সৈয়দা নাজনীন সুলতানা ( শিখা), আমিনা আলী,
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারী এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহ-সভাপতি জামাল খান, জুবায়ের আহমেদ, সাবেক ট্রেজারার এস কে এম আশরাফুল হুদা, মুহাম্মদ সালেহ আহমেদ, বর্তমান ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, এসিসটেন্ট ট্রেজারার কবি হাফসা নূর, এসিসটেন্ট সেক্রেটারী মির্জা আবুল কাসেম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, কবি ফয়জুর রহমান ফয়েজ, এনএল২৪ এর উপস্থাপক নূরুন্নবী আলী, আলোকচিত্রী নাহিদ জায়গীরদার ও শামীম আশরাফ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন,কবি ইমদাদুন খান, কবি আসমা মতিন, কবি ফায়সাল আইয়ুব, ফাহমিদা দীপা।

উল্লেখ্য গবেষণা, সাংবাদিকতা এবং কমিউনিটির জন্য সৃজনশীল কাজে মেধা ও শ্রম ব্যয় করে জীবনের একটি দীর্ঘ অধ্যায় পার করেছেন ড. আনসার আহমেদ উল্লাহ। তিনি বিলেতের বর্ণবাদ নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। এই গুণী মানুষটিকে নিয়ে ‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের বিশেষ সংখ্যা প্রকাশ করায় সম্পাদক ও কলাকুশলীদের এ ধরনের গঠনমূলক কাজের জন্য প্রশংসা করেন।

ড. আনসার আহমেদ উল্লাহ তাঁর বক্তব্যে আবেগে আপ্লুত কণ্ঠে উপস্থিত সকল অতিথি, সম্পাদক ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়—এ যেন প্রবাস জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের এক মর্মস্পর্শী প্রতিচ্ছবি।দীর্ঘ বক্তব্যে তিনি আশির দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিলেতে বাঙালিদের জীবন, বর্ণবাদবিরোধী আন্দোলন, সমাজ-সংস্কৃতি ও ইতিহাসের বিবর্তনকে গবেষণার আলোকে উপস্থাপন করেন। তাঁর বিশ্লেষণে উঠে আসে প্রজন্মের চেতনা, প্রবাসে বাঙালির পরিচয় রক্ষার লড়াই এবং ঐতিহ্যের উত্তরাধিকার বহনের এক সজীব দলিল। তাঁর বক্তব্যে ফুটে ওঠে এক গবেষক-মননের গভীরতা, এক প্রবাসী হৃদয়ের উষ্ণ আবেগ এবং প্রবাসবাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রাণময় প্রতিচ্ছবি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ