বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোববার আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন

ফাইল ফটো।

আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন কাল রবিবার । ভোট গ্রহনে উপজেলা নির্বাচন কার্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার রাখা হয়েছে।

জানাগেছে, আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত ২২ মার্চ তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুসারে রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নয়টি ভোট কেন্দ্রে ২৩ হাজার ৩’শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ভোট গ্রহনে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তিন প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার, র‌্যাব, স্টাইকিং ফোর্স, নির্বাচন কমিশনের পর্যবেক্ষন টিম ও প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইন শৃঙ্খলা ব্যবস্থা বেশ জোড়দার রাখা হবে।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী মালামাল ইতিমধ্যে কেন্দ্রে পৌছে গেছে। শুধু ব্যালট পেপার ভোট গ্রহনের দিন সকালে কেন্দ্রে যাবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন হবে। তিনি আরো বলেন, ৯ টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ