শেষ বাঁশি বাজার আর মাত্র এক মিনিট বাকি। তখনো স্কোরলাইন ২-২। এমন সময় গোল করে রিয়ালকে উল্লাসে ভাসান ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া। এতেই ৩-২ গোলে জিতে কোপা দেল রের সেমিফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ।
এর আগে ১৮ ও ২৫ মিনিটে লুকা মদ্রিচ এবং এনদ্রিকের গোলে পিছিয়ে পড়া লেগানেসকে দুই অর্ধে দুই করে সমতায় ফেরান অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান ক্রুজ। নির্ধারিত সময়ের পরও যখন দল সমতার দিকে যাচ্ছিল তখন শেষ মুহূর্তে গার্সিয়ার ওই গোল রিয়ালকে ভাসায় জয়োল্লাসে।
রোনালদো এবং গার্সিয়াকে আদর্শ মান গার্সিয়া ম্যাচ শেষে বলেছেন, ‘এটি আমার ক্যারিয়ারের বিশেষ এক দিন, আর এদিনই আমার অভিষেক হয়েছে। আজকের দিনটি আরো বিশেষ কারণ গোলটির গুরুত্ব।
আমি আনন্দিত যে আমি সেই গোলটি করেছি যা আমাদের সেমিফাইনালে পৌঁছাতে সাহায্য করেছে।’
‘বিশ্বের সেরা খেলোয়াড়রা এখানে আছেন, তবে যদি আমাকে একজন বেছে নিতে হয়, তাহলে সেটা হবে এমবাপ্পে। আমি তাকে অনুশীলনে এবং ম্যাচে দেখি। সে একজন অসাধারণ খেলোয়াড়।
আমার আরেক নায়ক ক্রিস্টিয়ানো রোনালদা। তারা দজনই আমার আদর্শ।’