বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে চলন্ত গাড়িতে আগুন, ৪ কিলোমিটারে যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পরে পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায় বলেন, ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ