বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এসে ঘোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী।
এ সময় তাদের হাতে রামদা-কুড়াল, ঢাল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র দেখা যায়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে হয়ে গোটা এলাকা। সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা।
পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
আওয়ামী লীগ নেতা ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিম বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক। এছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই। এজন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা এ কর্মসূচি পালন করব।
এ বিষয় কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি আজ বাইরে বের হইনি। এ বিষয় কিছু জানিও না।