শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় ও একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা সহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিওএফ কমান্ডেন্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধে এই অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। এই অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা সহ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখা কালে প্রধান অতিথি বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্মালান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনিক সহায়তা এবং বিভিন্ন দেশ গঠন মূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেইসাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।
এরপর বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে স্মারক উপহার তুলে দেওয়া হয়। অন্যান্যের মধ্যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও সরোয়ার হোসেন স্মারক উপহার গ্রহণ করেন। এরপর কেক কাটা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক- বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, সালমা খাতুন, বিএনপি নেতা ফজলুল হক মিলন, মুজিবুর রহমান, এম মঞ্জুরুল করিম রনি, শাহ রিয়াজুল হান্নান, জামায়াত নেতা ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ জামাল উদ্দিন হোসেন, মুহাম্মদ হোসেন আলী, সালাহউদ্দিন আইউবী, ডঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ