বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে ‘আম কূটনীতি’ শুরু করলেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকা থেকে ১,০০০ কেজি বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আমের একটি চালান পাঠানো হয়েছে। সোমবার চালানটি নয়াদিল্লিতে পৌঁছানোর কথা। এই আমি পাঠানোকে সুসম্পর্ক তৈরির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর জন্য বাংলাদেশের সেরা মানের এই আম পাঠিয়েছেন মুহাম্মদ ইউনূস । একই সঙ্গে ইউনূস সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছেও আম পাঠাচ্ছেন। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে, বিশেষত রংপুরে এই আমের ফলন হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, বিদেশেও এই আম রফতানি করা হয়। এক-একটি হাড়িভাঙা আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়। রসালো, আঁশবিহীন এই আম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়।
পূর্ববর্তী সরকারগুলির আমল থেকেই আম পাঠানোর প্রথা চলে আসছে। কিন্তু গত বছর ছাত্র-নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এর পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। হাসিনা পালিয়ে আসার পর থেকে ভারতেই আশ্রয়ে রয়েছেন।