বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মির্জাগঞ্জের কাঁকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই সভা

মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের প্রার্থী বাছাই বর্ধিত সভা আজ সোমবার ( ১০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজি আলমগীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও মির্জাগঞ্জের উপজেলা চেয়ারম্যান খান মহম্মদ আবু বক্কর, কৃষি ও সমবয় সম্পাদক এ কে এম খাইরুল আহসান , উপদপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জি এম জাফর কিরণ, মির্জগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন সাধারণ সম্পাদক জুয়েল বেপারী সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিত্বে এই বর্ধিত সভার সকাল দশটায় শুরু হয় তৃণমূল নেতৃবৃন্দ চারজন প্রার্থী বাছাই করে একটি জননেত্রী শেখ হাসিনা কাছে পাঠানো হয়েছে। যে কোন একজনকে নৌকা মার্কা প্রদানের জন্য প্রেরণ করেন সবাই সর্বসম্মতি ক্রমে অঙ্গীকার করেন। যাকেই নৌকা মার্কা দেওয়া হবে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করবে বলে তারা সংকল্প ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ