কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় ভাতিজি জামাই সোহেল মিয়ার (৩৫) হাতে চাচা শ্বশুর মো. মুক্তু মিয়া (৬০) খুন হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মো. মুক্তু মিয়া (৬০) উপজেলার খলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) উপজেলার একই ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মুক্তু মিয়া ও তার আপন ভাই মফিজ মিয়ার মধ্যে কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই সময় পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল মিয়া। এক পর্যায়ে সোহেল মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে মুক্তু মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, লাশের মাথায় ও কপালে জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এজহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে।