বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মা হওয়া নিয়ে বিন্দু মাত্র আফশোস নেই: আলিয়া

মা হওয়া নিয়ে বিন্দু মাত্র আফশোস নেই! আলিয়া জানালেন, কাজ যদি না পান তবে…
আলিয়া থেমে থাকেননি। অন্তঃসত্ত্বা হয়েও শুটিং করে গিয়েছেন। এমনকি, হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন’-এর জন্যও শুটিং করেছেন।

মা হওয়া মুখের কথা নয়, অভিনেত্রী জীবনের ব্যস্ততম সময়ে তো নয়ই। তবু সদ্য মা হওয়া বলিউডের নায়িকা আলিয়া ভট্ট জানালেন, মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে বিন্দু মাত্র আফশোস নেই তাঁর। বরং ফেলে আসা বছরে নেওয়া তাঁর এই একটি সিদ্ধান্তকেই জীবনের সেরা সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, এই সিদ্ধান্তের জন্য যদি তাঁকে কোনও আপস করতে হয়, তাতেও তিনি রাজি।

২০২২ ছিল আলিয়ার জীবনের ঘটনাবহুল— বিয়ে, সন্তান, হলিউডের সিনেমায় অভিনয়— সবই হয়েছে এই একটি বছরে। তবে আলিয়া থেমে থাকেননি। অন্তঃসত্ত্বা হয়েও শুটিং করে গিয়েছেন। এমনকি, হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন’-এর জন্যও শুটিং করেছেন। আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যে নিজের শর্তে বাঁচেন, তার প্রেরণা পান কোথা থেকে। জবাবে আলিয়া জানিয়েছেন, “আমি সব সময় আমার মনের কথা শুনি। মন যা বলে তাই করি। আর তার জন্য কখনও আফশোস করি না। মেয়ের ক্ষেত্রেও তাই করেছি। আমি মনে করি না মা হওয়া আমাদের কাজে প্রভাব ফেলতে পারে। তবে যদি ফেলেও, তবে আমি পরোয়া করি না।”

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ