শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে সজল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া ও বাঁশগাড়ী সংযোগ ব্রিজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজল মিয়া (২০) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাত ১০ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামের ফুফার বাড়ির থেকে সজল মিয়া (২০) ও তার ফুফাতো ভাই রামিমসহ তিনজন মিলে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এই সময় আদর্শপাড়া ও বাঁশগাড়ী সংযোগ ব্রিজ এলাকায় সড়কে পৌঁছালে হঠাৎ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি সড়কের পাশে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে ছিনতাইয়ের আশঙ্কায় সজল মিয়া দ্রুত মোটরসাইকেলের গতি বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে সজলসহ তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে মোটরসাইকেল আরোহী সজল মিয়া ও রামিম গুরুতর আহতসহ জোনায়েদ আহত হন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক সজল মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত রামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ