মঙ্গলবার, ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মরণসভা

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ব্যাতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক কোরআনের পাখিরা এ শোকসভায় কোরআন খতম করেন।

জানাগেছে, গত মঙ্গলবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার রুহের মাগফেরাত কামনায় শনিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ব্যাতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই শতাধিক কোরআনের পাখিরা কোরআন খতম করেন। আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি পরিতোষ কর্মকারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির, প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন টিপু। দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোটার সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, সহ-সভাপতি ইকবাল আহমেদ তালুকদার, সাংবাদিক মোঃ রিপন মুন্সি, মোঃ ফখর উদ্দিন তহসিন ও এইচ এম রাসেল প্রমুখ। কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ। পরে এতিম ও কোরআনের পাখিদের মধ্যে তবারক বিতরন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি মোঃ জালাল উদ্দিন ফকির সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গৃহবধু থেকে দলের চেয়ারপার্সন ও তিন বারের সফল প্রধানমন্ত্রী হওয়ার বর্নাঢ্য জীবনের আলোকপাত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ