রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ের আগে নিককে কোন শর্ত দিয়েছিলেন প্রিয়ঙ্কা?

প্রিয়ঙ্কার যে শর্ততে রাজি হন নিক। ছবি: সংগৃহীত।

বলিউডের প্রথম সারির অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ে নিয়ে ২০১৮ সালে বেশ হইচই হয়। জানেন কি বিয়ের আগে প্রিয়ঙ্কা কোন শর্তে রাজি করিয়েছিলেন স্বামীকে?

ছয় বছরের বেশি সময় ধরে দাম্পত্য জীবন উপভোগ করছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। বলিউডের প্রথম সারির অভিনেত্রী ও মার্কিন পপ তারকার বিয়ে নিয়ে ২০১৮ সালে বেশ হইচই হয়। এই মুহূর্তে লস এঞ্জেলসে সংসার পেতেছেন তাঁরা। বর্তমানে মালতী মেরি চোপড়া জোনাসের মা-বাবা তাঁরা। চলতি মাসে দীপাবলি উপলক্ষ্যে একসঙ্গে অনেকটা সময় উপভোগ করেছেন চোপড়া-জোনাস পরিবারের সদস্যেরা। সেই ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁরা। তবে বিয়ের আগে আমেরিকার এই তারকা গায়ককে শর্ত দিয়েছিলেন অভিনেত্রী, সেই মর্মে রাজি হতেই বিয়ে হয়েছে যুগলের।

পেশাগত কারণে সারা বছর ব্যস্ততার মধ্যেই কাটে স্বামী-স্ত্রীর। তাই ভৌগোলিক দূরত্ব তাঁদের মেনে নিতে হয়েছে। প্রথম থেকে এটাই নাকি তাঁদের দাম্পত্যের প্রতিবন্ধকতা। সেই কারণেই বিয়ের আগে স্বামীকে শর্ত দেন প্রিয়ঙ্কা। বিশ্বের যে কোনও প্রান্তে থাকুন না কেন তাঁরা, মাসের একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা দিন একসঙ্গে কাটাতেই হবে।

প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমাদের প্রতি তিন সপ্তাহ অন্তর দেখা হয়। আমরা মাসে এক বার অন্তত ক’টা দিন একসঙ্গে থাকবই। বিশ্বের যে কোনও প্রান্তে থাকি না কেন, ওই ক’টা দিন থাকতেই হবে একসঙ্গে।” এত বছর হয়ে গিয়েছে, কখনও বিশ্বের নানা শহরে শো করছেন নিক, অন্য দিকে কখনও ভারতে, কখনও ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় প্রিয়ঙ্কাকে। যদিও এত ব্যস্ততার মধ্যে ঠিক একটা ভারসাম্য করে নিয়েছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ