শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমান বাহিনী প্রধানের এয়ার চীফ মার্শাল র‌্যাংক পরিধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশক্রমে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন এর পদমর্যাদা এয়ার মার্শাল থেকে এয়ার চীফ মার্শাল পদে উন্নীত করা হয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার চীফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বাহিনী প্রধান র‌্যাংক ব্যাজ পরিধান শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময় তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ