সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদেশিদের কাছে ধরনায় লাভ হবে না: আমীর খসরু

ফাইল ফটো।

রাজনৈতিকভাবে পরাজিত হয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান জাপান সফর তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় আমীর খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশি নিষেধাজ্ঞা নয়; দেশের মানুষ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেবে৷

বিএনপির এই নেতা বলেন, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিদেশে বিদেশে ঘুরছেন তাদের দলের প্রধান নেতা। তাদের মূল শক্তি হচ্ছে বিদেশিদের কাছ থেকে সমর্থন আদায় করা। ক্ষমতায় থাকার জন্য এটাই তাদের শেষ চেষ্টা। অথচ দেশের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

বর্তমানে দেশটা নিয়ন্ত্রণ করছে দুর্নীতিবাজ আমলা আর রাজনীতিবিদরা– এ মন্তব্য করে খসরু বলেন, এসব ধরনা দিয়ে কোনো লাভ হবে না, পরাজিত হতে হবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধীসহ সব আন্দোলনে বাংলাদেশ জয়ী হয়েছে। জনগণ থেকে বিছিন্ন হয়ে কেউ কোনোদিন জয়ী হতে পারেনি, পারবেও না। দুর্নীতিবাজ আমলা আর রাজনীতিবিদরা আওয়ামী লীগকে আর ক্ষমতায় আনতে পারবে না; তাদের নিয়ন্ত্রণের দিন শেষ।

এ সময় শেরেবাংলা এ কে ফজলুল হকের অবদান সম্পর্কে বলতে গিয়ে আমীর খসরু বলেন, ‘বর্তমানে দেশের রাজনীতি ও স্বাধীনতা নিয়ে অনেক কথা হয়। কিন্তু শেরেবাংলার যে অবদান দেশের রাজনীতিতে, তা নিয়ে কোনো কথা হয় না। আজকে বাংলাদেশে হচ্ছে সব উল্টো। জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করতে উঠেপড়ে লেগেছে।’

‘এ জন্য গুম করতে হবে, খুন করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে, লুট করতে হবে, টাকা পাচার করতে হবে। এটাই এখন দেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি।’

শেরেবাংলা যে রাজনীতির দর্শন দেখিয়েছিলেন তা এখন আর নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘শেরেবাংলার পথ অনুসরণ করেছেন ভাসানী থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান। কিন্তু আওয়ামী লীগ তাদের নেতার পথও অনুসরণ করেনি, বর্তমান সরকার সব ধ্বংস করে ফেলেছে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ