অবসরপ্রাপ্ত সচিব খাইরুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরে পর ছুটি ভোগকালে এ নিয়োগ পেলেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনের ১৫ তম ব্যাচের এ কর্মকর্তা বিশেষ বিবেচনায় সচিব পদোন্নতি পেয়েছিলেন। এ ব্যাচের কর্মকর্তাদের সচিব পদোন্নতির যোগ্যতা অর্জন করবেন ২০২৪ সালের এপ্রিল মাসে।
বিডার নির্বাহী সদস্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাইরুল ইসলামকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে বিডার নির্বাহী সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।