বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেজন্য বিএনপি সারাদেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বললেন তিনি।
শুক্রবার (২২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিয়ে বড় দেশগুলোর মাথাব্যথা হচ্ছে। এই জন্য বিদেশিরা দফায় দফায় বাংলাদেশে আসছেন। আর বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
বিএনপি একদফা ঘোষণার পর থেকে সারা দেশে হত্যাযজ্ঞে মেতেছে উঠেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিও দফায় দফায় দফা দিচ্ছে, আবার বিদেশিরাও দফায় দফায় আমাদের দেশে আসছে। আমাদের নির্বাচন আমরা করব। আমাদের একটা সংবিধান আছে। আমরা সংবিধানের বাইরে গিয়ে তো কিছু করছি না।
ওবায়দুল কাদের বলেন, আজকে বিশৃঙ্খলার কথা যারা বলেন, গুলশানের একটা ঘটনা নিয়ে জাতিসংঘ পর্যন্ত তোলপাড় হয়ে যায়। এ ঘটনা কে ঘটালো? আমরা কেন ঘটাবো?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ মানে বাংলাদেশের সংবিধানের চরম লঙ্ঘন। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমাদের নির্বাচন হবে আমাদের নিয়ম অনুযায়ী। আমাদের নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী। এর বাইরে কারও কোন চক্রান্তমূলক অভিলাষ আমরা বাস্তবায়িত হতে দিতে পারি না।
ওবায়দুল কাদের বলেন, আমাদের বিপরীতে যারা অবস্থান করছে তারা সাম্প্রদায়িক অপশক্তি, পাকিস্তান-আফগানিস্তানের বন্ধু, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এই ষড়যন্ত্রকারী, এদের তৎপরতার কাছে সারেন্ডার করব? সারেন্ডার করে এদেশের মাটি, বঙ্গবন্ধুর নেতৃত্ব, স্বাধীনতা, শেখ হাসিনার নেতৃত্ব, রাজনৈতিক বিজয়, উন্নয়ন অভিযাত্রা বিসর্জন দিবো?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সারাদেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর নির্জলা মিথ্যা তথ্য দিয়ে বিএনপি চিরাচরিতভাবে জাতিকে বিভ্রান্ত করছে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন মায়া, কাজী জাফরুল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সহ সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ।