শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিইউপিতে স্বীকৃতি প্রদান অনুষ্ঠান

নবনিযুক্ত ফ্যাকাল্টি মেম্বারগণের মান ও শিক্ষাদানের কৌশল উন্নয়নের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ০৮ অক্টোবর ২০২৩ তারিখ হতে মাসব্যাপী ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিপি) এর আয়োজন করে। মোট ৪৮ জন সদ্য যোগদানকৃত ফ্যাকাল্টি মেম্বারগণ এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উক্ত প্রোগ্রামের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এফডিপি সফলভাবে সম্পন্ন করায় বিইউপির সম্মানিত উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ফ্যাকাল্টি মেম্বারগণের হাতে সনদপত্র তুলে দেন। এছাড়া গবেষণা, শৃঙ্খলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা এবং বিশ্ববিদ্যালয়ের কাজে সততা ও নিষ্ঠার জন্য বিভিন্ন অনুষদ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। উপাচার্য মহোদয় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করেন।

সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ