মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ির পরিবেশ সহজেই বদলে দেবে এই গাছগুলি, জানুন বিস্তারিত

বর্তমানে পরিবেশ দূষণ আমাদের সমাজের একটি মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ শহরে কলকারখানা থেকে শুরু করে যানবাহন যত বাড়ছে ততই বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণের পরিমাণ অন্যদিকে পরিবেশ দূষণের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে হাঁপানি কিংবা শ্বাস যন্ত্রের একটা সমস্যা চোখে পড়ছে প্রায়ই।

তাই পরিবেশবিদরা বলছেন বেশি করে লাগাতে হবে গাছ শুধু তাই নয়। নিজের বাড়িতে যেন চারিদিক গাছ পালায় ভর্তি থাকে সেদিকেও নজর দিতে হবে। তবে বর্তমানে বাড়িতে বাগান কিংবা উঠানের মত বড় জায়গা কারুরই নেই তাই ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যেই সীমিত থাকতে হয়। তবে বাড়িতে গাছ লাগাতে অনেকেই ভালোবাসেন।

বিশেষ করে বাড়ির ভেতরে থাকা কিছু গাছ আপনার মনকে সহজেই ভালো করে দিতে পারে তাছাড়া বাড়ির পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও তারা সাহায্য করে। এইরকম একটি গাছ হল ইংলিশ আইভি। অনেকটা পান পাতার মতো দেখতে এই গাছের পাতা সাধারণত ঠান্ডার দেশে এই গাছ দেখতে পাওয়া যায়। তাই আমাদের দেশে বেড়ে উঠলেও তাকে বাড়ির ভেতরে রাখতে হবে বলেই জানাচ্ছেন গাছ প্রেমীরা।

যার ফলে বাড়ির বাতাস খুব সহজেই প্রাকৃতিক উপায় শোধন হবে পাশাপাশি রাখা যেতে পারে মানিক প্লান্ট যা মাটি ছাড়াই শুধুমাত্র জলের মধ্যেই বেড়ে উঠবে অনেকটা।

অন্যদিকে অ্যান্থুরিয়াম লাগানো যেতে পারে, বাড়ির বাতাস শোধন করার জন্য যার মধ্যে সারা বছরই লাল রঙের ফুল ফুটতেই থাকে এবং দেখতেও খুব অসাধারণ। তবে খেয়াল রাখবেন বাড়িতে পোষ্য থাকলে এই সমস্ত গাছ একটু দূরে রাখাই ভালো কারণ এই গাছগুলি পাতা আপনার পোষ্যের কাছে খুবই বিষাক্ত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ