বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের নতুন এটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মো. আাসাদুজ্জামানকে বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের এটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গতকাল ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

নতুন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ