শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং সেখানে মহানগর সার্বজনীন পূজাকমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব-২০২৩ এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্বে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সে পরিচয় বড় নয়।বড় কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি।

আমাদের ঐতিহ্য হলো এদেশে আমরা সবাই মিলেমিশে শান্তির সঙ্গে বসবাস করি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথনির্দেশনা মেনে চলি বলে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। ধর্মীয় এসব অনুষ্ঠানে আমরা সবাই মিলে আনন্দ করে থাকি।’

মাননীয় মন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর হতে প্রতি বছরই পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে। এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সংখ্যার দিক দিয়ে যা গত বছরের চেয়ে বেশি। পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন- শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। পাশাপাশি গোয়েন্দা বাহিনী কাজ করছে যাতে কোনো দুস্কৃতিকারী কোনো গুজব বা অন্য কোনো নাশকতা করতে না পারে।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি; বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তারাই পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে নাশকতা করতে চেষ্টা করে। কোনো দুস্কৃতিকারী যেন কোনো ধরণের অপকর্ম করতে না পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে।’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনিন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি জে এল ভৌমিকসহ মহানগর পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল (১৯ অক্টোবর ) সন্ধ্যায় ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশনে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে দুর্গোৎসব – ২০২৩ উদ্বোধন করেন।

বিকেল কাওরান বাজার মিডিয়া পল্লির পূজা মণ্ডপও পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ