বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে ৭ লাখ টাকার জাল নোটসহ মোঃ রিয়াজুল ইসলাম(৩৯)নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামের রাজাহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামে।

পুলিশ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলার মুরাদপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালান হয়। এসময় যানবাহন তল্লাশীর সময় জাল নোটসহ রিয়াজুলকে বাস থেকে আটক করা হয়। সে ব্যাগে করে ওই জাল টাকা নিয়ে যাচ্ছিল। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সারওয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাসটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। নিয়মিত তল্লাশি অভিযনের সময় ৫ শ’ টাকার ১৪ শ’টি জাল নোট ওই ব্যাক্তির ব্যাগে পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

নিউজফ্ল্যাশ/ এসএস।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ