সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ১৫ জন মাদক ব্যবসায়ীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সারিয়াকান্দি থানা সুত্রে জানা গেছে, বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস.), বগুড়ার সার্বিক তত্বাবধানে ও সহকারী পুলিশ সুপার, গাবতলি সার্কেলের নের্তৃত্বে সারিয়াকান্দি থানা পুলিশ, চন্দন বাইশা তদন্ত কেন্দ্র ও পুলিশ লাইনস, বগুড়া থেকে আগত অফিসার ও ফোর্সের সহায়তায় গত রবিবার দিন ও দিবাগত রাতে উপজেলার বিভন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৫জন মাদক ব্যবসায়ীসহ ২৫ জনকে গ্রেফতার এবং ১৪২পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ১২লিটার চোলাই মদ, ০৫ বোতল ফেন্সিডিল, ০২টি মোটরসাইকেল ও ০১টি চাকু উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলো,১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পৌর এলকার বাড়ইপাড়া (সরকারবাড়ী) গ্রামের আয়নাল মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী নুর ইসলাম, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমতলী দক্ষিনপাড়ার মামুনুর রশিদ ওরফে বাবুর ছেলে মুরাদ হাসান, পারতিতপরল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে তন্ময় ইসলাম, রামকৃষ্ণপুর (দেউলী) গ্রামের আফছার আলীর ছেলে মুরাদ জামান , রামনগর (মন্ডলবাড়ী) গ্রামের কফিল মন্ডলের ছেলে শয়ন মন্ডল, ৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হরিনা মাঝবাড়ী গ্রামের রহিম চাঁন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী বিটুল প্রামানিক, ২৪ গ্রাম গাজা সহ দুলাল প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী এমদাদুল, দিঘলকান্দি গ্রামের বেলাল মন্ডলের ছেলে বাবু মিয়া, ৫০০ মিঃলিঃ ওজনের ৫ বোতল ভারতের তৈরী কোডিনযুক্ত মাদক ফেন্সিডিলসহ নিজবাটিয়া গ্রামের ভবনন্দ সাহার ছেলে মাদক ব্যবসায়ী জিকো কুমার সাহা, ৬৫ গ্রাম গাঁজাসহ কুপতলা (সাহাপাড়া) গ্রামের তবিবুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম ওরফে লিটন, রামনগর গ্রামের মৃত মজনু প্রামানিকের ছেলে জিয়ারুল ইসলাম, ১২ লিটার চোলাই মদসহ কাটাখালী গ্রামের ইংরেজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী নাছিম মিয়া, ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ বাড়ইপাড়া গ্রামের নতিফুল শরিফ ডলারের ছেলে মাদক ব্যবসায়ী নিলয় ইসলাম সৈকত, বিপ্লব ওরফে ফকির মন্ডলের ছেলে সাইফুল ইসলাম শাওন, ৭০ পিস ট্যোপেনটাডল ট্যাবলেটসহ জোড়গাছা নতুনপাড়া এলাকার মৃত জহুরুল ইসলাম গেদার ছেলে মাদক ব্যবসায়ী ওয়াজেদ হোসেন, চাকু সহ নিয়মিত মামলার আসামী হাসমত ,ফৌঃ কাঃ বিঃ ১৫১ সংক্রান্তে আসামী মানিক মিয়া এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আলী হোসেন,শাহিনুর, মনিরা বেগম, রানা মন্ডল, জয়নাল মন্ডল, হাসিনা বেগম , সরান ও কল্পনা বেগমকে গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃত আসামীদের গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে ।
গত ২৪ ঘন্টার (দিবা-রাত্রির) অভিযানে ১৫জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার অভিযুক্ত ০১ জন, কাঃবিঃ ১৫১ ধারায় ০১জন ও ওয়ারেন্ট মুলে ০৮ জনসহ মোট ২৫ জন আটক এবং উদ্ধার আস্ সালামু আলাইকুম। পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস.), বগুড়া স্যারের সার্বিক তত্বাবধানে ও সহকারী পুলিশ সুপার, গাবতলি সার্কেল, বগুড়া সাহেব এর নের্তৃত্বে সারিয়াকান্দি থানা পুলিশ, চন্দন বাইশা তদন্ত কেন্দ্র ও পুলিশ লাইনস, বগুড়া থেকে আগত অফিসার ও ফোর্সের সহায়তায় গত ২৪ ঘন্টার (দিবা ও রাত্রিকালীন) বিশেষ অভিযানে ১৭ পিস মাদবদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ০১। মোঃ নুর ইসলাম (২৬), ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী ০২। মোঃ মুরাদ হাসান (২৪), ৩। মোঃ তন্ময় ইসলাম(২৭) ও ৪। মোঃ মুরাদ জামান (২৬), ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৫। মোঃ শয়ন মন্ডল (২৩), ৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ৬। মোঃ বিটুল প্রামানিক (৩৪), ১২ পুড়িয়া সহ (২৪ গ্রাম) গাঁজা সহ মাদক ব্যবসায়ী ৭। মোঃ এমদাদুল ইসলাম(২১) ও ৮। মোঃ বাবু মিয়া (২৫), ০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ৯। জিকো কুমার সাহা (৩৭), ৬৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১০। মোঃ জাকিরুল ইসলাম @ লিটন (৪২) ও ১১। মোঃ জিয়ারুল ইসলাম (৩০), ১২ লিটার অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী ১২। মোঃ নাছিম মিয়া (২৫), ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১৩। মোঃ নিলয় ইসলাম সৈকত (২০) ও ১৪। মোঃ সাইফুল ইসলাম শাওন (২২) এবং ৭০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১৫। মোঃ ওয়াজেদ হোসেন (৪১), চাকুসহ নিয়মিত মামলার আসামী ১৬। মোঃ হাসমত (৩৪), কাঃ বিঃ ১৫১ ধারা অভিযুক্ত ১৭। মোঃ মানিক মিয়া (৪৫), সিআর পরোয়ানাভুক্ত আসামী ১৮। আলী হোসেন, জিআর পরোয়ানাভুক্ত আসামী ১৯। মোঃ শাহিনুর (২৮), সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ২০। মনিরা বেগম, ২১। রানা মন্ডল, ২২। জয়নাল মন্ডল, ২৩। হাসিনা বেগম , ২৪। সরান ও ২৫। কল্পনা বেগম গণকে গ্রেফতার করে থানায় আনা হলে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পিতা- মৃত শামসুল আলম, মাতা- মোছাঃ তহমিনা বেগম, সাং- পারতিতপরল, ৪। মোঃ মুরাদ জামান (২৬), পিতা- মোঃ আফছার আলী, মাতা- মোছাঃ মুগলী বেগম, সাং- রামকৃষ্ণপুর দেউলী,১০ পিস অবৈধ মাদবদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৫। মোঃ শয়ন মন্ডল (২৩), পিতা- মোঃ কফিল মন্ডল, মাতা- মোছাঃ ডেজি বেগম, সাং- রামনগর (মন্ডলবাড়ী),৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা সহ মাদক ব্যবসায়ী ৬। মোঃ বিটুল প্রামানিক (৩৪), দিঘলকান্দি গ্রামের পিতা- মোঃ রহিম চাঁন, মাতা- মোছাঃ রেনু বেগম, সাং- হরিনা মাঝবাড়ী,১২ পুড়িয়া সহ (২৪ গ্রাম) অবৈধ মাদকদ্রব্য গাজা সহ মাদক ব্যবসায়ী ৭। মোঃ এমদাদুল ইসলাম(২১), পিতা- মোঃ দুলাল প্রামানিক, মাতা- মোছাঃ টলি বেগম, ৮। মোঃ বাবু মিয়া (২৫), পিতা- মোঃ বেলাল মন্ডল, মাতা- মোছাঃ আছমা বেগম, উভয় সাং- দিঘলকান্দি মধ্যপাড়া,০৫ বোতল ভারতের তৈরী কোডিনযুক্ত মাদক ফেন্সিডিল, ওজন ৫০০ মিঃলিঃ সহ মাদক ব্যবসায়ী ৯। জিকো কুমার সাহা (৩৭), পিতা- ভবানন্দ সাহা, মাতা- নিভা রানী সাহা, সাং- নিজ বাটিয়া,৬৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১০। মোঃ জাকিরুল ইসলাম @ লিটন (৪২), পিতা- মোঃ তবিবুর রহমান, সাং- কুপতলা (সাহাপাড়া), ইউপি- নারচী, ১১। মোঃ জিয়ারুল ইসলাম (৩০), পিতা- মৃত মজনু প্রামানিক, সাং- রামনগর (তরফদারবাড়ী), ইউপি- ফুলবাড়ী১২ লিটার অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী ১২। মোঃ নাছিম মিয়া (২৫), পিতা- মোঃ ইংরেজ আলী, সাং- কাটাখালী মধ্যপাড়া৩০ পিস নেশা জাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১৩। মোঃ নিলয় ইসলাম সৈকত (২০) পিতা-এস এম নতিফুল শরিফ ডলার, মাতা-মোছাঃ সহিদা বেগম, ১৪। মোঃ সাইফুল ইসলাম শাওন (২২) পিতা-মোঃ বিপ্লব ও ফকির মন্ডল, উভয় সাং-বাড়ইপাড়া ৭০ পিস নেশা জাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১৫। মোঃ ওয়াজেদ হোসেন (৪১), পিতা- মৃত জহুরুল ইসলাম @ গেদা, সাং- জোড়গাছা নতুনপাড়া, থানা-সারিয়াকান্দি, সর্ব থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদের কে গ্রেফতার করা হয়।নিয়মিত মামলার আসামী ১৬। মোঃ হাসমত (৩৪),ফৌঃ কাঃ বিঃ ১৫১ সংক্রান্তে আসামী ১৭। মোঃ মানিক মিয়া ৯৪৫),সিআর পরোয়ানাভুক্ত আসামী ১৮। আলী হোসেন,জিআর পরোয়ানাভুক্ত আসামী ১৯। মোঃ শাহিনুর (২৮) কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।








